আজকের শিরোনাম :

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উড়ল ফিলিস্তিনি পতাকা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ১৩:৪৫ | আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৫:৩৯

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান বিক্ষোভের মধ্যেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মার্কিন পতাকা নামিয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছেন বিক্ষোভকারীরা।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতার প্রতিমূর্তির কাছে ৩ শিক্ষার্থী ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন। 

পতাকা উত্তোলনের সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পতাকা উত্তোলনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বলেছেন, ছাত্রদের এই কর্মকাণ্ড হার্ভার্ডের নীতি লঙ্ঘন করেছে।

পরে বিক্ষোভকারীদের উত্তোলন করা পতাকাগুলো হার্ভার্ড কর্মীরা সরিয়ে দেন। বিশ্ববিদ্যালয়ের নীতি লঙ্ঘনকারী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-মিছিল বেড়েই চলছে।

গত ১৮ এপ্রিল থেকে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে ৭০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তা সত্ত্বেও আন্দোলন দিনকে দিন তীব্র আকার ধারণ করেছে।

দীর্ঘ ছয় মাস ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ হামলায় ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। এমন পরিস্থিতিতে এ অঞ্চলটি এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে।
খবর নিউইয়র্ক পোস্ট

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ